চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, শেখ হাসিনা সরকার কৃষকদের মাঝে পর্যাপ্ত সার দিয়ে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। দেশে কৃষি জমির পরিমাণ বাড়ি নির্মাণের কারণে কমে যাওয়ার পরও উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় দেশে খাদ্য ঘাটতি ছিল ৫০ হাজার টন। উৎপাদন বাড়ার কারণে বর্তমান সরকার খাদ্য শস্য বিদেশেও রপ্তানি করছে।
গতকাল বুধবার এমপির লালখান বাজার বাসভবন প্রাঙ্গণে দক্ষিণ জেলা কৃষকলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্ব মহামারি করোনা মোকাবেলায় সরকারের দেওয়া লকডাউনে কৃষকদের ফসল ঘরে তুলতে কৃষকলীগ অপরিসীম ভূমিকা পালন করেছে। এতে করে কৃষকরা নির্দিষ্ট সময়ে তাদের ফলানো ফসল ঘরে তুলতে পেরেছে। বিশ্ব মহামারী করোনাকালে কৃষকলীগ যে ভূমিকা পালন করেছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাদল, সহ-সভাপতি সৈয়দ নুরুল আবছার ও মো. আবদুল মন্নান, যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা বুলু, সদস্য মো. তাহেজুল ইসলাম, এম এ সাকুর, মো. তারেকুল ইসলাম, মো. আবু তালেব, মো. আইয়ুব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।