র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে অনেক শিল্পী শোবিজে যাত্রা শুরু করেন। কিন্তু তারকাখ্যাতি পাওয়ার পর র্যাম্পে হাঁটতে যাচ্ছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। খবর বাংলানিউজের। গতকাল রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাঁকালো ফ্যাশন শোতে প্রথমবারের মতো জ্যোতি ছড়াতে দেখা যাবে দীঘিকে। এতে শো স্টপার হিসেবে পাফরম্যান্স করবেন এই অভিনেত্রী। দীঘি শুরুটা করবেন দেশি পোশাক দিয়ে। এরপরই র্যাম্পে হাঁটতে দেখা যাবে তাকে। এ প্রসঙ্গে দীঘি বলেন, প্রথমবার র্যাম্পে হাঁটবো। বিশেষ অনুরোধে এতে অংশ নিচ্ছি। প্রথম যেকোনো কিছু ঘটার আগে বাড়তি উচ্ছ্বাস তৈরি হয় নিজের মধ্যে। তাই রোমাঞ্চটা বেশি কাজ করছে। তিনি আরও জানান এই আয়োজনে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও গায়ক-অভিনেতা তাহসান খানও থাকবেন। তাদের সঙ্গে একমঞ্চে পারফর্ম করবেন দীঘি। চলতি বছর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মধ্য দিয়ে নায়িকা হিসেবে বড় পর্দায় যাত্রা শুরু হয় দীঘির। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে তার। বর্তমানে দীঘির হাতে রয়েছে ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ ও ‘বঙ্গবন্ধু’সহ বেশকিছু সিনেমা।