র‌্যাব ও এর ছয় কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

| শনিবার , ১১ ডিসেম্বর, ২০২১ at ৫:২৬ পূর্বাহ্ণ

‘মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং এর ছয়জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মার্কিন অর্থ দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর প্রকাশ করা হয়। সাবেক র‌্যাব মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের ওপরও ভিসা বিধিনিষেধ আরোপ করার কথা ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দফতর, যার ফলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হবেন। খবর বিবিসি বাংলার।
মার্কিন অর্থ দফতরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ দফতরের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস (ওএফএসি) বিভিন্ন দেশের মোট ১০টি প্রতিষ্ঠান ও ১৫ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে, যারা মানবাধিকার লংঘন এবং নিপীড়নের সাথে সংশ্লিষ্ট। এই তালিকাভুক্তদের অন্যতম হচ্ছে বাংলাদেশের র‌্যাব ও এর ছয়জন কর্মকর্তা। নিষেধাজ্ঞার আওতায় আসা র‌্যাবের ছয় কর্মকর্তা হচ্ছেন বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, বর্তমান অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) তোফায়েল মুস্তাফা সরওয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মোহাম্মদ আনোয়ার লতিফ খান।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বিবিসি বাংলাকে জানান, তারা এখনো বিজ্ঞপ্তিটি দেখেননি। দেখার পর প্রতিক্রিয়া জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘হে নতুন প্রস্তুত হও, তোমরাই আগামীর বাংলাদেশ’
পরবর্তী নিবন্ধআবার বাংলাদেশি কর্মী নেবে মালয়েশিয়া