র‌্যাবে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পর্যালোচনার সুযোগ আছে

ব্লিংকেনকে চিঠি মোমেনের

| সোমবার , ৩ জানুয়ারি, ২০২২ at ১০:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের এলিট ফোর্স র‌্যাব এবং এর সাবেক-বর্তমান কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পর্যালোচনার জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে চিঠি পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গতকাল রোববার সিলেটে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ব্লিংকেনের সাথে গত মাসের মাঝামাঝি সময়ে হওয়া ফোনালাপের বিষয়গুলো ‘পুনর্ব্যক্ত’ করে এই চিঠি লিখেছেন তিনি। উনাকে বললাম, এই বিষয়টা পরীক্ষা-নিরীক্ষার সুযোগ রয়েছে। আমরা সেই কথাটাই চিঠিতে লিখেছি, যে জিনিসটা উনার সাথে আলাপ হয়েছে, সেটা নিয়ে। খবর বিডিনিউজের।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে বিভিন্ন দেশের ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের সম্পদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। এই তালিকায় র‌্যাবের সাবেক মহাপরিচালক ও পুলিশের বর্তমান আইজিপি বেনজীর আহমদের সঙ্গে কক্সবাজারে র‌্যাব-৭ এর সাবেক অধিনায়ক মিফতা উদ্দিন আহমেদের নাম এসেছে। এছাড়া আছে সাবেক ও বর্তমান আরও ৫ কর্মকর্তার নাম।
মোমেন সাংবাদিকদের জানান, ওই ফোনালাপের পরপরই চিঠিটি তৈরি করা হয়েছিল। এরপর বছরের শেষ নাগাদ তা পাঠানো হয়। সেই আলাপের বিষয়গুলো পুনর্ব্যক্ত করে ওয়াশিংটনে চিঠি পাঠােেনার কথা জানিয়ে গতকাল তিনি বলেন, আমাদের আলাপটা পজিটিভ ছিল। উনি বলেছেন, অনেক ল’ মেকার এটা ম্যানডেট করেছে, পরে সিদ্ধান্তটা হয়েছে। আমরা বললাম, বিভিন্ন ব্যাপারে আপনাদের সাথে আমাদের ৫০ বছরের সম্পর্ক। বেশ উত্তম সম্পর্ক। বিভিন্ন ডায়ালগের সুযোগ আছে। আমরা কোনো কিছু না জেনে হঠাৎ করে অপ্রত্যাশিত এই সিদ্ধান্ত জেনে আমরা বিস্মিত হয়েছি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটাও বললাম, র‌্যাব একটি ক্রেডিবল অর্গানাইজেশন, এদের কারণে সন্ত্রাস কমেছে। এদের কারণে ড্রাগ মোটামুটি নিয়ন্ত্রিত, মানব পাচারও নিয়ন্ত্রিত, যেটা তাদেরও নীতি।
দুই দেশেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটার কথা ব্লিংকেনের কাছে ফোনালাপে তুলে ধরার কথা জানিয়ে তিনি বলেন, এখানেও পুলিশ মেরে ফেলে। ওখানেও মারে। আপনার দেশে তো হাজারখানেক লোক মেরে ফেলে, আর আপনারা বলেছেন যে, ১০ বছরে কয়েকশ লোক, চারশ লোক মেরে ফেলেছে। অনেকটা মনে হচ্ছে ওদের জিনিসটা ঠিক হয় নাই।
মানবাধিকার প্রশ্নে সরকারের সোচ্চার থাকার কথা চিঠিতে তুলে ধরার কথা জানিয়ে মোমেন বলেন, এ ব্যাপারে আমাদের কোনো ছাড় নাই। এমনকি র‌্যাবের যারা কিছু বাজে কাজ করেছে, তাদের শাস্তি হয়েছে। শক্তিশালীদের ক্ষেত্রেও আইন ছিল অন্ধ। আমরা সে কথাই লিখেছি উনাকে।
আরেক প্রশ্নে তিনি বলেন, তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে কিনা সেটা তাদের বিষয়। আমরা সরাসরি বলিনি, প্রত্যাহার করো। আমরা বলেছি র‌্যাব ভালো প্রতিষ্ঠান, তারা তাদের সিদ্ধান্ত পুনঃপরীক্ষা-নিরীক্ষা করতে পারে।

পূর্ববর্তী নিবন্ধমার্চের আগে বাড়ছে না ক্লাস : শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধভারত সরকারের উপহারের আইসিইউ অ্যাম্বুলেন্স পেল চসিক