র‌্যাংকিংয়ে মুশফিকের আরও উন্নতি

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৯ জুন, ২০২২ at ১১:১৪ পূর্বাহ্ণ

শ্রীলংকার বিপক্ষে দলগত ব্যর্থতার ভিড়ে মুশফিকুর রহিমের ব্যাটে ছিল রান-বন্যা। দুই টেস্টে দুই সেঞ্চুরি করে বিশাল লাফ দিয়েছিলেন। বুধবার আইসিসি প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়েও দেখা গেছে, আবার উন্নতি হয়েছে উইকেটকিপার ব্যাটারের। এই মুহূর্তে ব্যাটারদের টেস্ট র‌্যাংকিংয়ে মুশফিক আছেন ১৬ নম্বরে।

মুশফিকুর রহিম চট্টগ্রামে ১০৫ রানের ইনিংস খেলেছিলেন। ওই ইনিংসের পর ৬১৭ পয়েন্ট নিয়ে উইকেটকিপার ব্যাটারের র‌্যাংকিং দাঁড়ায় ২৫। দ্বিতীয় টেস্টেও রক্ষাকর্তা ছিলেন তিনি। লঙ্কানদের বিপক্ষে ২৪ রানে পড়ে যায় ৫ উইকেট। তখন শত রানের নিচে স্বাগতিকদের গুটিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল।

তখন বাংলাদেশকে টেনে তুলে মুশফিক-লিটনের ষষ্ঠ উইকেট জুটি। প্রথম ইনিংসে তাদের বিশ্বরেকর্ড গড়া ২৭২ রানের জুটিতেই ৩৬৫ রানের সংগ্রহ পায় স্বাগতিক দল। মুশফিক সেখানে খেলেন অপরাজিত ১৭৫ রানের ইনিংস। তার পরেই ৭ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছিলেন ১৮তম স্থানে। বুধবার হালনাগাদ করা র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন মুশফিক। রেটিং পয়েন্ট না বাড়লেও মুশফিকের অবস্থান এখন ১৬ নম্বরে। বর্তমানে তার রেটিং ৬৭৫।

পূর্ববর্তী নিবন্ধইনস্টাগ্রামে ২০ কোটি ফলোয়ার বিরাট কোহলির
পরবর্তী নিবন্ধবাহরাইনের কাছে হারল বাংলাদেশ