প্রথম দুই ওয়ানডে জিতলেও শ্রীলংকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ৯৭ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। আইসিসির সর্বশেষ হালনাগাদ র্যাংকিংয়ে ওই শেষ ম্যাচের পারফরম্যান্স দিয়ে কিছুটা অদল-বদল হয়েছে। মিরপুরে ওই ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের মোসাদ্দেক হোসেন আর মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটসম্যান র্যাংকিংয়ে দুজনেরই উন্নতি হয়েছে। ৭২ বলে ৫১ রানের ইনিংস খেলা মোসাদ্দেক ১২ ধাপ এগিয়ে ১১৩ নম্বরে এসেছেন। ৬৩ বলে ৫৩ করা মাহমুদউল্লাহ দুই ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ৩৬ নম্বরে। শেষ ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন তাসকিন আহমেদ। টাইগার পেসার ৪৬ রানে নেন ৪ উইকেট। বোলিং র্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে ৮৮ নম্বরে উঠে এসেছেন তিনি। তবে ওই ম্যাচে বল হাতে তেমন সুবিধা করতে পারেননি মোস্তাফিজুর রহমান। ৪৭ রান খরচ করলেও উইকেটের দেখা পাননি কাটার মাস্টার। এতে ১ ধাপ অবনমন হয়েছে তার, ৯ নম্বর থেকে নেমে গেছেন দশম স্থানে।










