আফগানিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৩ জুন, ২০২১ at ১২:১৫ অপরাহ্ণ

২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়া কাপের বাছাই পর্বের বাকি তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল বাংলাদেশেই। কিন্তু করোনার কারনে ম্যাচ তিনটি সরিয়ে নেওয়া হয়েছে বিশ্বকাপের ভেন্যু কাতারে। সেখানে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ আফগানিস্তান। দু দলের প্রথম মোকাবেলায় আফগানরা জিতেছিল ১-০ গোলে। এবারে তার প্রতিশোধ নেওয়ার পালা। যদিও প্রতিপক্ষ আফগানিস্তানকে বেশ সমীহ করছে বাংলাদেশ দলের কোচ জেমি ডে। তবে আস্থা রাখছেন জামাল-জিকোদের সামর্থ্যে। আফগানিস্তান বাধা পেরুতে দলের কাছে ‘সর্বোচ্চ চেষ্টা এবং শতভাগ পারফরম্যান্স’ প্রত্যাশা করছেন এই ইংলিশ কোচ। আজ বৃহস্পতিবার কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ঢাকা ও কাতার মিলিয়ে পনের দিনের মত অনুশীলন সেরেছে বাংলাদেশ। তবে বিদেশি দলগুলোর বিপক্ষে খেলতে পারেনি কোনো প্রস্তুতি ম্যাচ। অন্যদিকে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিয়েছে আফগানিস্তান। ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আফগানিস্তানের অনেক খেলোয়াড়ই ইউরোপের বিভিন্ন পর্যায়ে খেলেন। জেমি তাই প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না মোটেও। তিনি বলেন এই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রস্তুতিও বেশ ভাল হয়েছে। ফুটবলাররা সবাই কঠোর পরিশ্রম করেছে। আমরা জানি, এটা খুব কঠিন ম্যাচ হতে যাচ্ছে। আফগানিস্তান খুব ভালো দল এবং তাদের অনেক খেলোয়াড় ইউরোপ ও অন্যান্য দেশে খেলে। ফলে তারা টেকনিক্যালি খুব ভালো। তিনি বলেন জয় পেতে হলে আমাদের সেরাটা দিতে হবে। তবে আমি বিশ্বাস করি আমাদের খেলোয়াড়রা তাদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবে। ওরা শতভাগ দিবে। আর আমি এটাই চাইতে পারি। আমাদের নিশ্চিত করতে হবে যে, যে সুযো্‌গ গুলো আসবে সেগুলো যেমন কাজে লাগাতে হবে তেমনি রক্ষণও ভালোভাবে সামলাতে হবে। ভারতের বিপক্ষে ড্র করা ম্যাচ থেকে একটি মাত্র পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। তাই এক পয়েন্ট নিয়ে গ্রুপের একেবারে নিচে আছে বাংলাদেশ। দোহা থেকে আরও কিছু পয়েন্ট নিয়ে ফেরার লক্ষ্য আগের মতোই জানালেন জেমি। কঠিন লড়াইয়ে পাশে চাইলেন সমর্থকদের। বাংংলাদেশ কোচ বলেন এই তিন ম্যাচে বাংলাদেশের মানুষের সমর্থন আমাদের প্রয়োজন। আগেও বলেছি এই তিনটা ম্যাচ খুবই কঠিন হবে। আমরা জানি, যদি বাংলাদেশের মানুষের সমর্থন সঙ্গে থাকে, সেটা ছেলেদের সাহায্য করবে এবং আমরা যে ফল চাই সেটা পেতে অনুপ্রাণিত করবে। আশা করি, তারা আমাদের শুভ কামনা জানাবে এবং আমরা কিছু পয়েন্ট নিয়ে ফিরতে পারব।

পূর্ববর্তী নিবন্ধর‌্যাংকিংয়ে উন্নতি মাহমুদউল্লাহ- তাসকিনের
পরবর্তী নিবন্ধবিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ল