এই রমজানে বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে অবস্থানরত রোহিঙ্গা শিশুদের জন্য খাবার পাঠানোর সিদ্ধান্তে প্রশংসিত হয়েছেন মেসুত ওজিল। এবার মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যার মুখে রাখাইন থেকে পালিয়ে আসা এবং সেখানে আটকে পড়া রোহিঙ্গা মুসলিমদের সমর্থনেও মুখ খুললেন বিশ্বকাপজয়ী সাবেক জার্মান মিডফিল্ডার। টুইটার ও ফেসবুকে বর্তমানে তুর্কি ক্লাব ফেনেরবাচে খেলা এই মিডফিল্ডার লিখেছেন, ‘আমাদের মানুষ হিসেবে একে অন্যের পাশে দাঁড়ানো দরকার, বিশেষ করে মিয়ানমারের মতো দেশে। যারা অনিরাপদ তাদের নিরাপত্তার জন্য দোয়া করছি। রোহিঙ্গা ভাই-বোনদের জন্য দোয়া করছি। মুখ খোলার এখনই সময়।’