রোহিঙ্গা প্রত্যাবাসনে চাই কার্যকর পদক্ষেপ

তওহীদুল ইসলাম নূরী | সোমবার , ২৬ সেপ্টেম্বর, ২০২২ at ১০:২৬ পূর্বাহ্ণ

রোহিঙ্গা সমস্যার পাঁচ বছর পূর্তি হল ২৫ আগস্ট। একে তো আমাদের ছোট্ট দেশ, তার উপর ২০১৭ সাল থেকে যোগ হয় ১৫ লক্ষ রোহিঙ্গার বসতি। প্রতি বছর রোহিঙ্গাদের এই সংখ্যা বাড়ছে তো, বাড়ছেই। দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোর তথ্যমতে, গত পাঁচ বছরে রোহিঙ্গা ক্যাম্পে দেড় লাখের বেশি শিশুর জন্ম হয়েছে। অন্যদিকে, ১৯৮০ সালে বাংলাদেশে আসা রোহিঙ্গারা ফিরে নি আদৌ। লোক দেখানো কিছু ফেরত নেয়া হলেও পাঁচ লক্ষ মত মিশে গেছে বাংলাদেশীদের সাথে এমন ধারণা রয়েছে স্থানীয়দের মাঝে। যতই হোক প্রত্যাবাসন চুক্তি, কাজের কাজ কিছুই হয় নি। তাই, এখনকার রোহিঙ্গারা কবে ফিরবে কেউ তা জানে না আজও। রোহিঙ্গারা মিয়ানমার সরকারের সীমাহীন নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে এসেছিল ঠিক। কিন্তু, দিন দিন বেপরোয়া হয়ে উঠছে তারা। শুধু নিজেরা নিজেরা নয়, কথায় কথায় আশ্রয়দাতা হওয়ার পরেও বিভিন্ন সময় এরা সংঘর্ষে জড়াচ্ছে বাংলাদেশিদের সাথে। কক্সবাজারের মানুষের নিকট এখন অজানা এক আতঙ্কের নাম রোহিঙ্গা। রক্তারক্তি, খুন, চোরাচালান, ধর্ষণ, মাদক পাচারসহ নানান অপকর্মে জড়িয়ে পড়ছে তারা। এসকল অপকর্মের দায়ে দুই হাজারের বেশি মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। কঙবাজারের প্রশাসনের তথ্যমতে, পাঁচ বছরে প্রায় দেড় শতাধিক খুনের ঘটনা ঘটিয়েছে শরণার্থী রোহিঙ্গারা। প্রশাসনিক নয়, প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিকসহ কক্সবাজারের সমকালীন পরিবেশের সর্বত্র বিরূপ প্রভাব পড়ছে এদের কারণে। শুধুমাত্র গত পাঁচ বছরে বন ও পাহাড় কেটে নিজদের বসতি গড়ে তোলায় রোহিঙ্গাদের কারণে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের প্রাকৃতিক ও সৃজিত এই দুই রকমের প্রায় এক হাজার (১০০০) একর বন ধ্বংস হয়েছে। জীববৈচিত্র্যের মাত্রাতিরিক্ত ক্ষতি ওরা আসার পর থেকে চলমান। কক্সবাজারতো আছেই, সমগ্র বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সকলক্ষেত্রে রোহিঙ্গাদের কারণে বিরূপ প্রভাব পড়ছে।
লোক দেখানো নয়, মিয়ানমার সরকারের উপর বাংলাদেশ এবং বিশ্বের সকল দেশ ও জাতিসংঘসহ আলোচিত সংগঠনগুলো থেকে জোর চাপ সৃষ্টির মাধ্যমে শুধু ২০১৭ সালে নয় ১৯৮০ সালের পর থেকে বিভিন্ন সময়ে নানান প্রেক্ষিতে বাংলাদেশে আসা সকল রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নেয়ার কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবারণা পূর্ণিমার দিনে সরকারি ছুটি ঘোষণা করা হোক
পরবর্তী নিবন্ধস্বপ্নগুলো পুড়ে যায় যখন বাস্তবতার কাছে হেরে যায়