রোনালদিনহো করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২০ at ১১:০৯ পূর্বাহ্ণ

ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক ফরোয়ার্ড রোনালদিনহোর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে তিনি ‘ভালো আছেন’ এবং তার মধ্যে ‘কোনো উপসর্গ নেই’। ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় রোববার নিজেই খবরটি দেন বার্সেলোনার সাবেক এই তারকা ফুটবলার। ‘গতকাল থেকে আমি বেলো হরিজন্তেতে আছি। এখানে একটি ইভেন্টে অংশ নিতে এসেছিলাম। আমি পরীক্ষা করিয়েছি এবং পজিটিভ এসেছে। আমি ভালো আছি, উপসর্গ নেই। তবে আমাদের এই ইভেন্টে অংশগ্রহণ করা হবে না। শিগগিরই আমরা একসঙ্গে হবো।’ দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে আশাবাদী ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ৪০ বছর বয়সী এই তারকা। জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে ঢোকায় সমপ্রতি খবরের শিরোনাম হয়েছিলেন রোনালদিনহো। এজন্য দেশটিতে পাঁচ মাসেরও বেশি সময় বন্দি থাকার পর গত অগাস্টে মুক্তি পান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআইপিএল ফাইনাল হবে দুবাইতে
পরবর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদকে ভুয়া বললেন পগবা