আইপিএল ফাইনাল হবে দুবাইতে

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২০ at ১১:০৭ পূর্বাহ্ণ

এবারের আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইতে। আগামী ১০ নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচ মাঠে গড়াবে। গত রোববার এক ঘোষণায় বিসিসিআই এমনটি জানায়। ফাইনাল ছাড়াও দুবাইতে ৫ নভেম্বর কোয়ালিফায়ার ১ ম্যাচটিও আয়োজন করবে। যেখানে গ্রুপ পর্ব শেষে লিগের শীর্ষ দুই দল এ ম্যাচ খেলবে। আসরের এলিমিনেটর ও কোয়ালিফায়ার ২ যথাক্রমে ৬ ও ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ ম্যাচগুলো আয়োজন করবে আবুধাবি। প্রতিটি খেলাই স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে হবে। এদিকে চলমান আইপিএলের আরেক ভেন্যু শারজাহকে নারী আইপিএল বা ওমেন্স টি-২০ চ্যালেঞ্জের জন্য রাখা হয়েছে। যেখানে ৪ থেকে ৯ নভেম্বর আসরটি এ মাঠে গড়াবে।

পূর্ববর্তী নিবন্ধলঙ্কান লিগ থেকে সরে গেলেন পাঁচ বিদেশি
পরবর্তী নিবন্ধরোনালদিনহো করোনায় আক্রান্ত