রেডমানি গ্রুপ কর্তৃক গত ৩০ জুন আয়োজিত ‘ইন্টারন্যাশনাল আইএফএন অন এয়ার রোডশো’র সঞ্চালনা করলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান। এ বছরের রোডশোর থিম ছিল ‘বিল্ডিং মোমেন্টাম : ইসলামিক ফাইন্যান্স ইন বাংলাদেশ’।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. মিজানুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন সাদিক, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের পরিচালক আসিফ রহমান, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপ, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হাসান মোহাম্মদ নাঈম রহমান, ইউনিভার্সিটি অব নিউ অরলিন্সের ফিন্যান্স বিভাগের অধ্যাপক প্রফেসর ড. এম. কবির হাসান, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ড. মো. গোলজারে নবী, রেডমানি কনসাল্টিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা, ড. নাটালি শুন, মুডিস ইনভেস্টর সার্ভিস সিঙ্গাপুরের অ্যানালিস্ট শার্লি জেং এবং বেডফোর্ড রো ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. স্কট লেভি। রোডশোর উদ্বোধনী বক্তৃতা প্রদান করেন রেডমানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড্রু টিবুট। প্রেস বিজ্ঞপ্তি।