চট্টগ্রাম রোটারী সেন্টারে রোটারী ক্লাব অব চট্টগ্রাম কমার্শিয়াল সিটির ২০২১-২২ সালের প্রথম ক্লাব এসেম্বলী ও ৭৮তম পাক্ষিক সভা ক্লাব সভাপতি রোটারিয়ান মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে শনিবার অনুষ্ঠিত হয়। এতে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অ্যাসিসটেন্ট গভর্নর রোটারিয়ান দিদারুল আলম, রোটারিয়ান শাহীন আলম সরকার, সেক্রেটারি রোটারিয়ান শেখ ফখরুদ্দিন চৌধুরী ও প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মোহাম্মদ ইসহাক। বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক মহামারীতে আমাদেরকে আরো বেশি উদার হয়ে সুসমন্বিত বার্ষিক পরিকল্পনা গ্রহণ করে মানুষের কল্যাণে কাজ করতে হবে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। মানুষের জীবন মান উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করতে হবে। স্বাস্থ্য, সেনিটেশন, চিকিৎসা, শিক্ষাসহ আর্থ-সামাজিক উন্নয়নে রোটারিয়ানদেরকে সকল প্রকার ব্যক্তিস্বার্থের উর্ধ্বে থেকে নিরলসভাবে কাজ করে যেতে। এতে আগামী ২০২১-২০২২ সালে কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মোহাম্মদ ইসহাক, বর্ষ পরিকল্পনা উপস্থাপন করেন সেক্রেটারি ইলেক্ট রোটারিয়ান শাহজাহান সিরাজ এবং ২০২১-২০২২ রোটাবর্ষের বাজেট উপস্থাপন করেন ট্রেজারার ইলেক্ট রোটারিয়ান অমল বড়ুয়া। এতে বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন প্রেসিডেন্ট নমিনী রোটারিয়ান সৈয়দ ইরফানুল আলম, সার্জেন্ট: রোটারিয়ান মোহাম্মদ ইউসুফ, ডাইরেক্টর ইয়ুত সার্ভিস-রোটা: আশীষ বড়ুয়া, রোটারেক্ট মিনার মন্ডল, রোটারেক্ট জেসমিন আক্তার জেসি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।