রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের গভর্নর ভিজিট

| মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২০ at ৫:১৯ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের ২০২০-২০২১ রোটাবর্ষের গভর্নর ভিজিট ও ২০৩ তম নিয়মিত সভা সম্পন্ন করেন রোটারি জেলা আইডি-৩২৮২ এর ডিস্ট্রিক্ট গভর্নর ডা. বেলাল উদ্দিন আহমেদ। এতে উপস্থিত ছিলেন পিডিজি ডা. মীর আনিসুজ্জামান, লে. গভর্নর শহিদুল্লাহ চৌধুরী, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর হাসিনা আক্তার লিপি, জোনাল সেক্রেটারী লিয়াকত আলী চৌধুরী, অ্যাসিসটেন্ট গভর্নর মো. মুসলিম, প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, এহসানুল হক। প্রেসিডেন্ট রোটা. মোহাম্মদ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে গত ১১ অক্টোবর নগরীর মোটেল সৈকতে ডিজি ভিজিট ও নিয়মিত সভায় আরো উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মীর নাজমুল আহসান রবিন, জাহাঙ্গীর আলম জীম, এস এ সাহেদ, কমিটির সদ্য অতীত সভাপতি মোহাম্মাদ নাছির উদ্দিন, নির্বাচিত সভাপতি মো. সাইফুল আলম শিমুল, সহ-সভাপতি মো. জানে আলম, ডা. মোহাম্মদ মূছা, সচিব শামসুন নাহার, যুগ্মসচিব আবুল কাসেম, কোষাধ্যক্ষ আবদুল আহাদ, অ্যাড. শাহীন সুলতানা প্রমুখ।
ডিজি ভিজিট ও ২০৩ তম নিয়মিত সভায় ডিজি রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের কার্যক্রম পরীক্ষা করে সন্তোষ প্রকাশ করেন। কোভিড-১৯ চলাকালীন এই ক্লাবের মানবতার সেবায় সার্বিক সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। তিনি নিজ হাতে শিক্ষা সামগ্রী, মশারি, শীতবস্ত্র, মাস্ক, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও দুই জন ছাত্রকে এক বছরের শিক্ষা আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে তারুণ্যের শপথ
পরবর্তী নিবন্ধতিন দাবিতে চবি অফিসার সমিতির কলম বিরতি