নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে তারুণ্যের শপথ

| মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২০ at ৫:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নারী ও শিশুদের প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধের শপথ নিয়েছে পুরুষ ও কিশোররা। সমাবেশে নারী ও শিশু নির্যাতন বন্ধে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা। গত ৮ অক্টোবর চট্টগ্রামে বিএলসি হলরুমে স্বেচ্ছাসেবী সংস্থা বাংলাদেশ রুরাল ইকোনোমিক ডেভেলপমেন্ট ( ব্রেড ) এ সমাবেশের আয়োজন করে। উন্নয়ন সংস্থা ব্র্যাক ও এনগেজ ম্যান অ্যান্ড বয়েজ নেটওয়ার্কের সহযোগিতায় যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিএলসির অপারেশন ম্যানেজার মো. কামাল হোসেন। বক্তব্য রাখেন শিশু একাডেমির নারগীস সুলতানা, টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের লেকচারার মো. শামসুদ্দিন শিশির, ব্র্যাক লার্নিং ম্যানেজার মো. আকবর, ব্র্যাক জেন্ডার জাস্টিস ডাইভারসিটি বিভাগের ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ মহিন উদ্দিন প্রমুখ। মূল তথ্যপত্র উপস্থাপন করেন ব্রেড প্রোগ্রাম কোঅর্ডিনেটর মো. জাহিদ পারভেজ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভিকটিমের নিরাপত্তা নিশ্চিতের দাবি
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের গভর্নর ভিজিট