রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ২০২৫–২৬ রোটারি বর্ষের প্রথম সভা গত ১২ জুলাই নগরীর সিএমপি অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। আইপিপি জাহেদ ইসলাম দায়িত্ব হস্তান্তর করেন। প্রেসিডেন্ট খন্দকার মোহাম্মদ এমদাদুর রহমান ও সেক্রেটারি পিপি মোহাম্মদ আরমানের পরিচালনায় রোটারি ইনভোকেশন পড়েন পিপি ইঞ্জিনিয়ার মোরশেদ আলম। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় একজন দুস্থ মহিলাকে সেলাই মেশিন উপহারের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
বক্তব্য রাখেন পিপি এইচ এম ফেরদৌস, ইঞ্জিনিয়ার মো. রাশেদুল হাসান, মোহাম্মদ জাকির হোসেন, ছাইফুল হুদা ছিদ্দিকী, মুহাম্মদ সাজিদুল হক ও ক্লাব সদস্য পলাশ বড়ুয়া। বোর্ড অব থ্যাংকস দেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু নাঈম।
উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অব চিটাগং লেক সিটি ক্লাবের পিপি নাজমুল হাসান, প্রেসিডেন্ট মোরশেদা শাহরিন জোসনা, নাজমুল আলম আশিক, মো. হাসান মুরাদ, শেখ মো. ওয়াহিদুল আলম চৌধুরী, জোবাইদা বেগম, আয়েশা রহমান, আরাফ রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।