রোটারি ক্লাব অফ চিটাগং রিভার শাইনের ডিস্ট্রিক্ট গভর্নর ভিজিট

| শনিবার , ১২ আগস্ট, ২০২৩ at ৭:৫০ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অফ চিটাগং রিভার শাইনের ডিস্ট্রিক্ট গভর্নর ভিজিট ক্লাব সভাপতি প্রফেসর ড. মোহিত উল আলমের সভাপতিত্বে ১০ আগস্ট সিনিয়রস ক্লাবে অনুষ্ঠিত হয়। ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মো. মিতিউর রহমান পরিদর্শন শেষে ক্লাব কাযক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি রোটারিয়ানদের মানব কল্যাণে আরও এগিয়ে আসার আহবান জানান। তার প্রায়রোটি প্রজেক্ট ‘হোম ফর হোমলেস’ এর আওতায় তিনি প্রত্যেক ক্লাবকে অন্তত একটি দুস্থ পরিবারকে, একটি ঘর তৈরী করে দেয়ার আহবান জানান। এতে আরো বক্তব্য রাখেন ডিএফএল পিপি সামিনা ইসলাম, ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ আকবর হোসেন, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারি শামসুল আলম, এ্যাসিস্ট্যান্ট গভনর কাজী মো. আশেকে এলাহী, রোটারিয়ান ফকরুল ইসলাম, রোটারিয়ান নজরুল ইসলাম, রোটারিয়ান আইপিপি ডা. এম এ করিম, রোটারিয়ান ডা. নাজ সোহানী সুলতানা, রোটারিয়ান সানিউল ইসলাম, রোটারিয়ান মুরতুজা বেগম, রোটারিয়ান তাসনিম আবেদিন, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মেসবাহুর রহমান, রোটারিয়ান আজিজুল হক, রোটারিয়ান তাসকিয়া জহুর চৌধুরী, রোটারিয়ান কাইসার আলী, রোটারিয়ান আ,,ম জাহাঙ্গীর, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান ইমতেয়াজ খান, রোটারিয়ান আলিয়া সুরাইয়া ও পিপি সাব্বির চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমাদের অগ্নিযুগের অগ্নিকন্যারা
পরবর্তী নিবন্ধবন্যার্তদের পাশে থেকে কাজ করে যাচ্ছে সরকার ও আওয়ামী লীগ