রোজায় ভিন্নধর্মমতাবলম্বী শিক্ষার্থীদের খাবার সংকট নিরসনে চবি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

| শনিবার , ৯ এপ্রিল, ২০২২ at ৬:৪৩ পূর্বাহ্ণ

রোজায় ভিন্নধর্মমতাবলম্বী শিক্ষার্থীদের খাবার সংকট নিরসনে চবি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। করোনায় দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষাখাতে অপূরণীয় ক্ষতি দেখা দিয়েছে। তাই এই ক্ষতি কিছুটা হলেও পূরণ করার লক্ষ্য এবং শিক্ষার্থীদের স্কুলগামী করার জন্য সরকার পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২৬ এপ্রিল অর্থ্যাৎ ২৪ রমজান পর্যন্ত খোলা থাকবে। এরই ধারাবাহিকতায় চবি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৩ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলা রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু রোজায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে দুপুরের ডাইনিং বন্ধ থাকার কারণে চরম বিপাকে পড়েছে অন্যান্য ধর্মের সাধারণ শিক্ষার্থীরা। হলের ডাইনিংগুলোর পাশাপাশি সকল ক্যান্টিন, ক্যাফেটেরিয়া ও হোটেলগুলোতে সকালের এবং মধ্যাহ্নভোজের কোনো ব্যবস্থা রাখা হয়নি। বিশ্ববিদ্যালয় খোলা রেখে ডাইনিং বন্ধ রাখায় ভিন্নধর্মমতাবলম্বী শিক্ষার্থীরা দুপুরের খাওয়ার থেকে বঞ্চিত হচ্ছে। চবি প্রশাসনের এমন সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করছে তারা। তাই হলগুলোতে দুপুরের ডাইনিং চালু করে শিক্ষার্থীদের এই বিড়ম্বনা দূর করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
উৎপল মজুমদার, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধড. জ্ঞানেন্দ্রনাথ রায়: উপমহাদেশের রসায়ন বিজ্ঞানী
পরবর্তী নিবন্ধবিশ্বস্বাস্থ্য দিবস প্রসঙ্গে