পেশাজীবী সমন্বয় পরিষদ আহ্বায়ক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, কোনো ঘটনার প্রেক্ষিতে রোগীর সেবা বিঘ্নিত হোক, তা কোনোভাবেই কাম্য নয়। তাছাড়া আমরা এখন একটি আপদকালীন সময় পার করছি। বিশেষ করে এই সময়ে সকলের একটু সহনশীল-ধৈর্যশীল হওয়া প্রয়োজন। ডাক্তারি পেশাটি মানবিক একটি পেশা। তাই ডাক্তারদের অসহিষ্ণু হওয়া উচিত না। যে ঘটনার প্রেক্ষিতে এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে, প্রশাসন ও সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ বসে বিষয়টির তড়িৎ একটি সমাধান করবেন বলেই আমরা আশা করি। তাতেই সবার জন্য মঙ্গল।












