রেলওয়ে পূর্বাঞ্চলের দেড় হাজার বুকিং সহকারী, গুডস্ সহকারী, পার্সেল সহকারী এখনো গত মাসের বেতন পাননি। পাননি ঈদুল আজহার বোনাসও। একাধিক বুকিং সহকারী এবং পার্সেল সহকারী গতকাল আজাদীকে জানান, প্রতি মাসের ৮ তারিখ আমরা বেতন পেয়ে থাকি। কিন্তু এই মাসের ১৬ তারিখ পার হয়ে গেল এখনো আমরা চট্টগ্রাম ডিভিশনের প্রায় দেড় হাজার বুকিং সহকারী, গুডস্ সহকারী, পার্সেল সহকারী বেতন -বোনাস কিছুই পাইনি। ঈদের বাকি আর বেশি দিন নেই। আমরা ঈদের আগে বেতন-বোনাস পাবো কিনা খুব টেনশনে আছি। আগে আমরা নির্ধারিত সময়ে বেতন পেয়ে যেতাম। এখন আইবাস প্লাস প্লাস সিস্টেমে বেতন প্রদানের উদ্যোগ নেওয়ার পর থেকে রেলের বিভিন্ন বিভাগে বেতন-বোনাস এবং পেনশন পরিশোধে এই ধরনের সমস্যা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন গুডস সহকারী আজাদীকে জানান, ঈদের বাকি আর মাত্র ৪ দিন। এখনো ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে বলতে পারছেন না আমরা কবে বেতন-বোনাস পাবো। অথচ তাদের বেতন-বোনাস হয়ে গেছে। আমরা মাসের ৮ তারিখের মধ্যে বেতন পেতাম। গত কয়েক মাস ধরে এই সমস্যা হচ্ছে। গত রমজানের ঈদে রেলের প্রায় ৫ হাজার কর্মচারী বেতন-বোনাস পাননি। এবারও একই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি কিনা তা নিয়ে বেশ টেনশনে আছি। আমরা ঈদের আগে বেতন বোনাস না পেলে ঈদও করতে পারবো না। আমরা খাবো কি?। এই ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করেছি। তারা জানিয়েছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করছেন। এটা নাকি অন লাইন জটিলতা। আমাদের মতো সবাই বেতন-বোনাস নিয়ে টেনশনে আছেন। শুধু আমাদের তিন বিভাগে নয়। আরো অন্যান্য বিভাগেও নাকি একই সমস্যা হয়েছে।