নগরের সিআরবি সংলগ্ন টাইগারপাস-মার্কেট সড়কে আলু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল শুক্রবার ভোররাত ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন বলেন, দুর্ঘটনায় পড়া ট্রাকটি মুন্সিগঞ্জ থেকে আলু নিয়ে রিয়াজউদ্দিন বাজারের দিকে যাচ্ছিল।
কিন্তু টাইগারপাস-মার্কেট সড়কের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নিচে পড়ে যায়। পরে ট্রাকটির পণ্যগুলো সরিয়ে নেয়া হয়।