রেললাইনে বিলীন, জামিজুরীতে নতুন রাস্তার দাবিতে মানববন্ধন

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর, ২০২২ at ১১:৩৯ পূর্বাহ্ণ

চলমান দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্পের কারণে বন্ধ হতে বসেছে চন্দনাইশের দোহাজারী পৌরসভার জামিজুরী গ্রামের শত বছরের পুরনো একটি রাস্তা। ফলে রেললাইনের পার্শ্ববর্তী আরেকটি নতুন রাস্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকার শত শত নারী পুরুষ। গতকাল বুধবার বিকেলে রেললাইনের পাশে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে আমাদের স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে। কিন্তু উক্ত রেললাইন নির্মাণের ফলে দোহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামিজুরী এলাকার একটি পুরনো রাস্তা বন্ধ হয়ে যাওয়াতে চলাচল করতে শত শত এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে এলাকাবাসীর চলাচল সচল রাখতে রেললাইনের পার্শ্ববর্তী আরেকটি নতুন রাস্তা নির্মাণের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগম, মো. লোকমান হাকিম, মহিউদ্দীন মেম্বার, শহিদ মেম্বার, কাজী হাসান, কাজী আবদুল মোমেন লাভলু, সাতবাড়িয়া স্কুলের শিক্ষক মোহাম্মদ আবদুল আজিজ, আলাউদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জানা গেছে, পুরনো ওই রাস্তাটি দিয়ে প্রতিদিন দোহাজারী পৌরসভার জামিজুরী ৬ নম্বর ওয়ার্ড ও পার্শ্ববর্তী হাশিমপুর ইউনিয়নের সংযোগ সড়ক হওয়ায় কয়েক হাজার মানুষ চলাচল করেন।

রাস্তাটি বন্ধ হয়ে গেলে ভুক্তভোগী এলাকাবাসীকে অন্তত ২ কিলোমিটার ঘুরে বিকল্প পথে মহাসড়কে আসতে হবে। কৃষিপ্রধান ওই এলাকায় উৎপাদিত কৃষিজপণ্য বাজারজাত করতেও চরম দুর্ভোগে পড়বে কৃষকরা। পাশাপাশি জামিজুরী রজবিয়া আজিজিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা, দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কলেজ পড়ুয়া শত শত শিক্ষার্থীকেও যাতায়াতে পোহাতে হবে চরম দুর্ভোগ।

পূর্ববর্তী নিবন্ধশামসুর নাহার
পরবর্তী নিবন্ধজাতীয় মানবাধিকার ইউনিটির বিশ্ব মানবাধিকার দিবস পালন