সকালে রোড সেফটি ফাউন্ডেশন নামক একটি ফাউন্ডেশনের রিপোর্ট পড়েছি, ওরা বলছে আড়াই বছরে রেলক্রসিংয়ে দুর্ঘটনায় ২১৯ জন মৃত্যুবরণ করেছে। অকালে ঝরে গেছে তাজা প্রাণ গুলো। তারা বলছে অদক্ষ গেটম্যান, নিজ দায়িত্বে অবহেলা, রেলক্রসিংয়ে প্রযুক্তির ব্যবস্থা না থাকার কারণে, গেটম্যানে লোক সংকট, এসব কারণে বারবার ঘটছে এসব ঘটনা।
আমার প্রশ্ন হচ্ছে এই বেকারের দেশে কেন লোক নিয়োগ দিচ্ছে না রেলওয়ে কর্তৃপক্ষ? কেন লোক সংকট থাকবে? এত বছরে কেন কর্মী অদক্ষ থাকবে? কেনো তাদের দক্ষ প্রশিক্ষণ দেওয়া হয় না? আমরা এখন ডিজিটাল দেশে আছি তারপরও কেন রেলক্রসিংয়ে প্রযুক্তির ব্যবস্থা থাকবে না?
এভাবে প্রশ্ন করতে গেলে হাজার হাজার প্রশ্ন আসবে কিন্তু উত্তর জানা নেই রেলওয়ে কর্তৃপক্ষের। আফসোস এভাবে দুর্ঘটনার পর দুর্ঘটনা ঘটবে। লাশের পর লাশ পড়বে, তারপরও টনক নড়ে না! শুধু তদন্তের পর তদন্ত হয় কিন্তু মৃত্যুফাঁদ বন্ধ হয় না।