রেলওয়ে স্টেশন কলোনী ও জে এম সেন স্কুল দলের ফুটবল অনুশীলন শুরু

| শুক্রবার , ২৪ সেপ্টেম্বর, ২০২১ at ৯:৫২ পূর্বাহ্ণ

মুজিব শতবর্ষ ও শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত শেখ রাসেল স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী কোতোয়ালি থানার দুই স্কুল বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় ও জে এম সেন স্কুল দলের ফুটবল অনুশীলন শুরু হয়েছে। মো. মোশাররফ হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুশীলন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোতোয়ালি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য হাসান মুরাদ বিপ্লব, ফুটবল কোচ মো. আবুল কাশেম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রাম এর টীম ম্যানেজার মো. হারুন-অর-রশিদ, কোতোয়ালি থানার এস আই মৃণাল কান্তি মজুমদার, বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. জানে আলম ও ফুটবল কোচ মো. মহসিন সাজু, কোতোয়ালি থানা এ এস আই ও জে এম সেন স্কুল দলের টিম ম্যানেজার রুবেল বড়ুয়া, কোচ আরিফ, সহকারী কোচ শাহরিয়ার ইসলাম। আরো উপস্থিত ছিলেন মোহম্মদ আলমগীর, মোহাম্মাদ সালাউদ্দীন, মোহাম্মদ আফসার উদ্দিন, সাইমন আহমেদ শাহেদ, ইরফান হোসেন সজিব, মো. নুরুদ্দিন, আরিফুল ইসলাম মারুফ, মিন্টু ও মান্না প্রমুখ। প্রধান অতিথি খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং অনুশীলন উদ্বোধন করেন।

পূর্ববর্তী নিবন্ধকম্পিউটারে ভিডিও ডাউনলোড পরীক্ষা করছে ইউটিউব
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় খলিলুর রহমান ফুটবল টুর্নামেন্টে শিলক রয়েল দলের জয়