‘একটু ভাবুন, পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) সাসটেইনবল এন্টারপ্রাইজ প্রজেক্ট নামে একটি প্রকল্প চট্টগ্রাম ও নোয়াখালীতে বাস্তবায়ন করছে। ওই প্রকল্পের অবহিতকরণ সভা গত ১০ জানুয়ারি নগরীর ফয়’স লেক কোডেক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপ-নির্বাহী পরিচালক কমল সেনগুপ্ত। সভায় চট্টগ্রাম জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স ইউনিভার্সিটির অধ্যাপক ড. একেএম সাইফ উদ্দীন, কৃষি অধিদপ্তর চট্টগ্রাম ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
‘রেড চিটাগাং ক্যাটল’ লালন-পালনে খামারিদের উদ্বুদ্ধকরণ, দক্ষতা বৃদ্ধি ও উপযুক্ত ঋণ সহায়তা দেয়ার জন্য প্রকল্পটি ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয়। প্রেস বিজ্ঞপ্তি।