বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট ও যুব রেড ক্রিসেন্টের সার্বিক সহযোগিতায় ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের আয়োজনে জেলা রেড ক্রিসেন্ট মাঠ প্রাঙ্গণে গতকাল বুধবার বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, রক্তদান, দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, রক্তদাতাদের সম্মাননা প্রদান।
এ উপলক্ষে এক আলোচনা সভা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী। উদ্বোধক ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। বিশেষ অতিথি ছিলেন সরকারি জিপি কৌঁসুলি মোহাম্মদ নজমুল আহসান খান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম। অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি মো. আসলাম খান,আবদুল জব্বার। ফখরুল ইসলাম চৌধুরী পরাগের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সুগ্রীব কুমার মজুমদার, শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, ডা. রোজী দত্ত, মো. সেলিম আহমেদ, আবদুল মান্নান, ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান, ডা. মিনহাজ উদ্দিন তাহের, আশরাফদৌল্লা সুজন, জসিম উদ্দিন প্রমুখ। সভায় স্বেচ্ছায় রক্তদানকারীদের উৎসাহিত করার লক্ষ্যে নিয়মিত ৫০, ৪০, ৩০, ২০ ও ১০ বারের রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়। শেষে এক র্যালি আন্দরকিল্লার কার্যালয় থেকে বের হয়ে জেএম সেন হল মোড় প্রদক্ষিণ করে। রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথি বলেন, রেড ক্রিসেন্টের সাথে জড়িত সকলেই মানবিক গুণাবলী অর্জন করেছে। তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ জাগ্রত আছে বলেই তারা মানুষের বিভিন্ন দুর্যোগে ঝাঁপিয়ে পড়ে। প্রেস বিজ্ঞপ্তি।












