রেজাউল হক চৌধুরী মুশতাক স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব শুক্রবার

| শনিবার , ৬ আগস্ট, ২০২২ at ৫:৩৩ পূর্বাহ্ণ

‘বঙ্গবন্ধু’ উপাধির প্রণেতা, বীর মুক্তিযোদ্ধা, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল হক চৌধুরী মুশতাক স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আগামী ১২ আগস্ট শুক্রবার বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. মো. আবদুল করিম, আগরতলা থেকে প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী আন্তর্জাতিক স্মারকগ্রন্থের সম্পাদক ড. দেবব্রত দেবরায়। স্বাগত বক্তব্য দেবেন স্মারকগ্রন্থের সম্পাদক রাশেদ রউফ।
সভাপতিত্ব করবেন সাহিত্যিক ড. আনোয়ারা আলম। সঞ্চালনায় থাকবেন আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু। অনুষ্ঠানে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য স্মারকগ্রন্থের নির্বাহী সম্পাদক শহীদুল ইসলাম শহীদ অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিটুমিন আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট আদায় শুরু
পরবর্তী নিবন্ধএম এ তাহের