বিটুমিন আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট আদায় শুরু

আজাদী প্রতিবেদন | শনিবার , ৬ আগস্ট, ২০২২ at ৫:৩১ পূর্বাহ্ণ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২৮ জুন জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী বাণিজ্যিকভাবে বিটুমিন আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস কতৃপক্ষ।
গত ২৯ জুন থেকে বিটুমিন আমদানিতে ভ্যাট কার্যকরের কথা থাকলেও এনবিআরের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে সেটি কার্যকর করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার রোখসানা খাতুন বলেন, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে বিটুমিন আমদানিতে সংশোধিত এসআরও অনুযায়ী ভ্যাটের হার সংযুক্ত হয়নি। জুলাইয়ের শেষদিকে প্রজ্ঞাপনের তথ্য সিস্টেমে হালনাগাদ করার পর ২৯ জুন থেকে খালাস হওয়া সাতটি চালানের বিপরীতে ভ্যাট পরিশোধের জন্য তিন আমদানিকারককে নোটিশ দেয়া হয়েছে। নোটিশ পেয়ে এক আমদানিকারক এরই মধ্যে প্রায় ৪৩ লাখ টাকা ভ্যাট পরিশোধ করেছেন। বাকি দুই আমদানিকারকও শুনানির পর ভ্যাট পরিশোধ করবেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বাস-মাইক্রো সংঘর্ষ, আহত ৫
পরবর্তী নিবন্ধরেজাউল হক চৌধুরী মুশতাক স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব শুক্রবার