রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের চলমান সামাজিক কর্মসূচির অংশ হিসেবে গতক সোমবার পবিত্র কুরআন শরীফ বিতরণ কর্মসূচি নগরীর টাইগার পাস সংলগ্ন তাহ্িফজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ৬০ কপি কুরআন শরীফ বিতরণ এবং শিক্ষার্থীদের জন্য আম, লিচু, আনারস সহ বিভিন্ন পদের খাবার বিতরণ করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লায়ন জাহেদুল করিম বাপ্পী। এ সময় নগর তারা ফাউন্ডেশনের কর্মকর্তা সমাজকর্মী মুরাদ আহম্মেদ শাওন, জিয়াউল হক, ফয়সাল সহ অন্যান্যারা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে লায়ন জাহেদুল করিম বাপ্পী বলেন, এজন্য যার যার অবস্থান থেকে গরীব–মিসকিন–এতিম কোমলমতী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। প্রেস বিজ্ঞপ্তি।