রেজাউল করিম চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নতুন সচিব

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ১০:২৮ পূর্বাহ্ণ

অবশেষে নতুন সচিব পেল চট্টগ্রাম শিক্ষাবোর্ড। এ পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক রেজাউল করিম। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়েছে।

প্রফেসর রেজাউল করিম ১৫তম বিসিএস এ যোগ দিয়ে ১৯৯৫ সালে প্রভাষক সিলেটের এমসি কলেজে শিক্ষকতা পেশা শুরু করেন। এরপর চট্টগ্রাম কলেজ, হাতিয়া সরকারি কলেজ, স্যার আশুতোষ সরকারি কলেজ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদফতর, পটিয়া সরকারি কলেজ, সরকারি সিটি কলেজ, কক্সবাজার সরকারি কলেজে অধ্যাপনা করেন। উল্লেখ্য, তিনি চকরিয়া পৌরসভার পালাকাটার বাসিন্দা।

উল্লেখ্য, গত বছরের ২৬ অক্টোবর অবসরোত্তর (পিআরএল) ছুটিতে যান চট্টগ্রাম শিক্ষাবোর্ডের তৎকালীন সচিব প্রফেসর আবদুল আলীম। এরপর থেকে পদটি শূন্য হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে এ পদে কাউকে নিয়োগ দেয়া হয়নি। এ নিয়ে গত ১৪ জানুয়ারি দৈনিক আজাদীর প্রথম পাতায় ‘সচিব নেই আড়াই মাস/চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কার্যক্রম চালাতে হিমশিম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গারা ফাঁকফোকর দিয়ে বের হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধরোগ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্য সচেতন হওয়া জরুরি