রোগ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্য সচেতন হওয়া জরুরি

ফ্রি চিকিৎসা ক্যাম্পে এম এ সালাম

| শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ১০:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, শুধু রোগ প্রতিরোধের বিষয়ে নজর দিলেই হবে না। মানুষ যাতে অসুখে না পড়ে সেজন্য সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে।

পর্যাপ্ত ব্যায়াম ও স্বাস্থ্যবান থাকার জন্য বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। কারণ স্বাস্থ্য সুন্দর থাকলে মনও ভালো থাকে। তাই স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। পূর্ব শিকারপুর ইসলামী পাঠাগারের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাঠাগারের নির্বাহী সভাপতি মোহাম্মদ ফয়জুল্লাহর সভাপতিত্বে ও ইউপি সদস্য মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক, সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী, মোহাম্মদ ইছা, আবদুস সবুর, মোহাম্মদ আজম খান, মোহাম্মদ শাহজাহান, সেলিম শাহেদ নাছির, নাছির উদ্দিন, মো. ফারুক, ইউপি সদস্য ফরিদুল ইসলাম আজম ও পাঠাগারের সকল সদস্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেজাউল করিম চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নতুন সচিব
পরবর্তী নিবন্ধএসএসসির ফরম পূরণের সময় বাড়ল