জাতীয় শ্রমিকলীগ মহানগর ও অঞ্চল সমূহের উদ্যোগে গত ৯ জানুয়ারি এক প্রতিনিধি সভা মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরীর সমর্থনে প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ক্রাফট বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ সভাপতি বখতেয়ার উদ্দীন খান। এতে বখতেয়ার উদ্দীন খান বলেন, মহানগর এলাকায় কয়েক লক্ষ শ্রমিক কর্মচারী বসবাস করেন। তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। কর্মরত শ্রমিক কর্মচারীদের সমস্যা সমাধানে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শ্রম আইন বেশ কয়েকবার সংশোধন করেছেন। আগামীতে শ্রমিক কর্মচারীদের আরো সুযোগ সুবিধা বৃদ্ধি করার লক্ষ্যে তিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য শ্রমিক লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। শহিদুল ইসলাম দুলালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান খান।
সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম সম্পাদক আব্দুল আহাদ, মহিলা শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা হাসান চৌধুরী, নগর আওয়ামী লীগের সদস্য মোহাব্বত আলী খান, নাসিরাবাদ আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আহসান উল্লাহ চৌধুরী, কালুরঘাট আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আলী আকবর, প্রেস বিজ্ঞপ্তি।