রাশিয়ায় কারাগারে প্রয়াত বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনির কবরে প্রতীকী ভোট দিয়েছেন তার সমর্থকরা। গত রবিবার (১৭ মার্চ) নির্বাচনের শেষ দিনে প্রতীকী ভোটের পাশাপাশি তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কয়েক ডজন সমর্থক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে।
টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, নাভালনির কবরে ভোট দিচ্ছেন রাশিয়ার কিছু মানুষ। প্রেসিডেন্ট নির্বাচনে তাকে প্রতীকী ভোট দিয়েছেন তারা। নোভায় গেজেটা ইউরোপ নিউজ আউটলেট এবং অন্যান্য সংবাদমাধ্যমে প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, নাভালনির কবরে বিভিন্নভাবে শ্রদ্ধা নিবেদন করছেন তার সমর্থকরা।
তার মধ্যে নির্বাচনের ব্যালটও ছিল। যাতে সম্পাদনা করে নাভালনির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। শ্রদ্ধা নিবেদনের বিভিন্ন প্রতীকের মধ্যে একটিতে দেখা গেছে, ব্যালট পেপারে নাভালনির নামে পাশে টিক চিহ্ন দেওয়া হয়েছে। একটি শ্রদ্ধাঞ্জলিতে লেখা ছিল, আমরা আপনাকেই বেছে নিয়েছি।