রুপোলি চাঁদ

সালাউদ্দিন মাহমুদ | রবিবার , ১১ অক্টোবর, ২০২০ at ৫:২৩ পূর্বাহ্ণ

মেঘের উপরে মেঘ জমেছে,
অসীম আকাশ পানে।

রঙিন ঘুড়ি উড়ে বেড়ায়,
সুতোর টানে টানে।

কাগজের নৌকা ভেসে চলে,
মধ্য দীঘির জলে।

ভ্রমরেরা গান গেয়ে যায়,
সরষে ফুলে-ফুলে।

নদীর তীরে নৌকা ভিড়ে,
সকাল সন্ধ্যে বেলা।

হিজল বনে পাখিরা সব,
করছে মিলে খেলা।

সূর্য ডুবলে চারিপাশে,
আঁধার নেমে আসে।

মাঝ রাতে মুচকি হেসে,
রুপোলি চাঁদ ওঠে।

পূর্ববর্তী নিবন্ধদহন
পরবর্তী নিবন্ধআমি রাজপথে দাঁড়াই