কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলার প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে গতকাল সন্ধ্যা ৭টায় তাৎক্ষণিকভাবে এক বিক্ষোভ সমাবেশ কর্ণফুলী আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী, সহ-সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কৃষ্ণপ্রসাদ ধর, কর্ণফুলী উপজেলা যুবলীগ সভাপতি মো. সোলাইমান তালুকদার, সাইফুল হাসান টিটু, ইঞ্জিনিয়ার হাসমত আলী, মার্শাল মনির আহমদ প্রমুখ।
মহানগর ছাত্রলীগ : কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্যে আঘাতের প্রতিবাদে তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল আন্দরকিল্লা থেকে শুরু হয়ে প্রেস ক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মিথুন মল্লিকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপসম্পাদক ইমরান আলী মাসুদ, রাশেদ চৌধুরী, রায়হানুল কবির শামীম, এস এম হুমায়ন কবির আজাদ, নাছির উদ্দিন কুতুবী, সুজায়মান বড়ুয়া জিতু প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ মুদ্রার এ-পিঠ ও ও-পিঠ। মৌলবাদী উগ্রপন্থীরা স্বাধীনতার ৪৯ বছর পর জাতির জনকের ভাস্কর্যে আঘাত করে প্রমাণ করেছে তারা বাংলাকে আফগানিস্তান বানাতে চায়। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।
চবি ছাত্রলীগ : কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ। গতকাল শনিবার রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রকিবুল হাসান দিনারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারীরা। এরপর রাত সাড়ে নয়টায় একই জায়গায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারীরা।
এমইএস কলেজ ছাত্র লীগ : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ নগরীতে মশাল মিছিল করেছে। গতকাল শনিবার রাত ৮টায় নগরীর বাটাগল্লি থেকে এক মশাল মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিইসি মোড়ে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাইদুর রহমান শাকিল, এম হাসান আলী, শরফুল আনাম জুয়েল, আনিসুর রহমান, কামরুল ইসলাম, জাহেদুল ইসলাম, আরজু ইসলাম বাবু, ইমাম উদ্দিন নয়ন, সুলতান মাহমুদ ফয়সাল, মো. সালাউদ্দিন, সালাউদ্দিন বাবু, ইমতিয়াজ মনি, আন্সার উল্লাহ সৌরভ, কাজী মাহমুদুল হাসান, রুবেল সরকার, ইমরান হোসেন, ইমান হোসেন ইমন প্রমুখ। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
পশ্চিম বাকলিয়া আ. লীগ : কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলমের নেতৃত্বে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল চকবাজার ধুনিরপুল চত্বরে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাবুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আনছারুল হক, মো. ইউনুস কোম্পানি, মো. নাজিম উদ্দিন, মাসুদ করিম টিটু, তৌহিদুল ইসলাম সোহেল, নাজিম পাশা প্রমুখ।
মোহরা ওয়ার্ড আ. লীগ : বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল শনিবার বিকেল ৩টায় কাপ্তাই রাস্তার মাথা এলাকায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোহরা ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. আবুল হাসেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সাবেক কমিশনার মো. আবু তাহের। মোহরা ৫ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা নুরুল আব্বাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মোহরা ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাজীম উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন, মো. শহিদুল ইসলাম, সাইফুদ্দিন, আবুল কাসেম, বিপ্লব দে প্রমুখ।
বঙ্গবন্ধু যুব পরিষদ : কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বঙ্গবন্ধু যুব পরিষদ। মহানগর বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি শেখ মহিউদ্দিন বাবু, সদস্য সচিব এম এ নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক আকিবুর রহমান ইমরান, শফিকুল ইসলাম রাসেল, জাহেদ, গিয়াস উদ্দিন আহমেদ, তারেক হাসান টুটুল, মো. জাহাঙ্গীর বেগ, শেখ সাইমুন হাসান মামুন এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।
তৃণমূল এনডিএম : তৃণমূল-এনডিএম ও তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে গতকাল শনিবার জেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরোধিতাকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তৃণমূল এনডিএম নেতা ও চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী খোকন চৌধুরী। ডা. প্রণব চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পল্টু পালিত, মো. নাছির উদ্দিন আহমেদ, খোরশেদ আলম, প্রণব চক্রবর্তী, প্রীতি দাশ, ফরিদা ইয়াসমিন, নাছির উদ্দিন, সাগর দে, সন্ধ্যা দাশ, আশীষ দাশ, বাবুল দাশ, রফিক আহমেদ লিটন, মো. গিয়াস উদ্দিন, মো. টিটু, বাসু দাশ, জাকির হোসেন, মো. সেলিম উল্লাহ, মশিউর রহমান, আকাশ দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
ক্যাপশান : তৃণমূল এনডিএমের বিক্ষোভ মিছিল
যুব মৈত্রী : গতকাল শনিবার বিকেলে নগরীর চেরাগী পাহাড় চত্বরে যুব মৈত্রীর উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। যুব মৈত্রী চট্টগ্রাম জেলা সহ-সভাপতি আবুল মনসুরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খোকন মিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলার সদস্য সুপায়ন বড়ুয়া, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন প্রীতম দাশ, পারভেজ রায়হান, আব্দুল্লাহ আল নোমান, সাইফুদ্দিন সুজন, মো. আলাউদ্দিন প্রমুখ।
সমন্বয় পরিষদ : বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধীতাকারীদের প্রতিহত করার দাবিতে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে আজ গতকাল বিকেল ৪টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সঙ্গীতজ্ঞ প্রফেসর হাসিনা জাকারিয়া বেলার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক ও সঙ্গীত শিল্পী দীপেন চৌধুরী সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন-চট্টগ্রাম নৃত্যশিল্পী সংস্থার সভাপতি শারমিন হোসেন, নজরুল শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মো. এনামুল হক, সঙ্গীত ভবনের অধ্যক্ষ শিল্পী কাবেরী সেন গুপ্তা, জয় বাংলা শিল্পী গোষ্ঠীর সভাপতি সজল দাশ, জসিম উদ্দিন চৌধুরী, মানস শেখর, আবছার উদ্দিন অলি, মো. সাহাবুদ্দিন, টুনটু দাশ বিজয়, সুস্মিতা বিশ্বাস, সৃজন পাল প্রমুখ।
বাদামতলি মোড় : জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস এর সভাপতিত্বে আগ্রাবাদ বাদামতলি মোড়ে তাৎক্ষণিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে ভাস্কার্য ভাঙায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সভায় বক্তব্য রাখেন মুরাদ বিপ্লব, দিদারুল আলম, মীর আবদুর রহমান মামুন, সুমন দেবনাথ, ওয়াহিদুল আলম শিমূল, দিদারুল আলম দিদার জাবেদুল আলম সুমন, শাখাওয়াত হোসেন সাখু, খোরশেদ আলম রহমান, আলমগীর টিপু প্রমূখ প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল এলাকা প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।