ভ্যাকসিন নেয়ার পরেও করোনায় আক্রান্ত মন্ত্রী

| রবিবার , ৬ ডিসেম্বর, ২০২০ at ১০:২৪ পূর্বাহ্ণ

ভারতের উদ্ভাবিত করোনার টিকা ‘কোভ্যাক্সিন’ নিয়ে দেখা দিল নতুন আশঙ্কা। বর্তমানে এই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। এর মধ্যেই পরীক্ষামূলক ওই ভ্যাকসিন নেয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছে দেশটির হরিয়ানা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। গতকাল শনিবার তিনি নিজেই টুইট করে এ খবর জানান।
অনিল ভিজ লিখেছেন, তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার সংস্পর্শে যারা এসেছেন, তাদের পরীক্ষা করার কথা বলেছেন তিনি। গত ২০ নভেম্বর করোনা ভাইরাসের পরীক্ষামূলক ওই ভ্যাকসিন নিয়েছিলেন এই মন্ত্রী। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আক্রান্ত হয়ে পড়লেন তিনি। খবর বাংলানিউজের।
সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে অনিল ভিজকে। ওই হাসপাতালেই তিনি কোভ্যাক্সিনের একটি ডোজ নিয়েছিলেন। কোভ্যাক্সিনের ফেজ থ্রি ট্রায়ালের প্রথম ভলান্টিয়ার ছিলেন অনিল ভিজ। ভারতে সব থেকে বড় ফেজ থ্রি ট্রায়াল হয়েছে। ভারত বায়োটেক ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) তৈরি করেছে এই কোভ্যাক্সিন। ফেজ ১ ও ফেজ ২ ট্রায়ালের সাফল্যের কথা আগেই জানিয়েছিল সংস্থাটি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় সড়কে যত্রতত্র গতিরোধক, ঘটছে দুর্ঘটনা
পরবর্তী নিবন্ধরুখে দিতে হবে সকল ষড়যন্ত্র