রিভার সাইন রোটারী ক্লাবের ফ্রি আইটি ও ক্যারিয়ার কোর্সের উদ্বোধন

নারীদের দক্ষতা বৃদ্ধিতে

| মঙ্গলবার , ১২ অক্টোবর, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

‘সি দ্যা চেঞ্জ মেকার’ এই স্লোগানে রোটারী ক্লাব অব চিটাগাং রিভার সাইনের উদ্যোগে নারীদের আত্ম কর্মসংস্থান ও যুগোপযোগী করার লক্ষ্যে ৩ মাসব্যাপী ফ্রি কম্পিউটার ও ক্যারিয়ার কোর্সের উদ্বোধন করা হয়। গত ১০ অক্টোবর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাব প্রেসিডেন্ট আশেক এলাহী। বিশেষ অতিথি ছিলেন ইনোভেটিভ আইটির প্রধান নির্বাহী মো. হেলাল উদ্দিন, গ্রাফিঙ ডিজাইন ফ্যাকাল্টি আনসারুল হক শামীম, মারুফ ইসলাম। উদ্বোধনকালে আশেক এলাহী বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে নারীদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়ন নিশ্চিত হবে। বর্তমান সরকারের গৃহীত তথ্য প্রযুক্তি সেবা আধুনিকায়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রার সাথে সঙ্গতি রেখে প্রণীত প্রশিক্ষণটি নারীদের আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কোর্স উদ্বোধনকালে শিক্ষার্থীদের মধ্যে ফেরদৌসি কবির, ওয়াহিদা তাবাস্‌সুম, নাহিদা, শারমিন আক্তার, সীমা বড়ুয়া, ইশরাত জাহান, ফারজানা আক্তার, সীমা বর্মন, সালমা আক্তার ইমা, ময়ুরী দেবী পূর্বা, নাসরীন আক্তার মনি, মনিকা আক্তার মীম, জান্নাতুন মোয়া প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৭ অক্টোবর বিজিসি ট্রাস্টে শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আলোচনা সভা