মাহে রমজান উপলক্ষে রিডার্স স্কুল এন্ড কলেজ অক্সিজেন ক্যাম্পাসের উদ্যোগে আয়োজিত শ্রেণীভিত্তিক সহী কুরআন ও নামাজ শিক্ষার সমাপনীতে ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের সম্মাননা প্রদান গতকাল বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলু। বিশেষ অতিথি ছিলেন লায়ন শফিকুর রহমান, মোস্তফা রেজাউল মনির,আব্দুল্লাহ ওমর ফারুক ,জাহাঙ্গীর হোসেন। বিচারক ছিলেন মাওলানা গোলাম রসূল,মাওলানা আব্দুস সোবহান,মাওলানা সাইফুল ইসলাম, শিক্ষক রাসেল আমিন প্রমুখ। প্রধান অতিথি কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন গড়ে তোলার জন্য প্রতিযোগীদের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।