রিডার্স স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণ

| বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৬:১২ পূর্বাহ্ণ

রিডার্স স্কুল অ্যান্ড কলেজ কাতালগঞ্জ ক্যাম্পাসের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২৭ ডিসেম্বর স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলু। প্রধান অতিথি ছিলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ এইচ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. চৌধুরী মুনিরুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রো বায়োলজির সহযোগী অধ্যাপক প্রফেসর ড. মো. সিরাজউদ্দীন, দেশ টিভির চট্টগ্রাম বিভাগীয় প্রধান আলমগীর সবুজ, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মুনির, লায়ন শফিকুর রহমান, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ইসরাত জাহান প্রমুখ।
সিনিয়র শিক্ষক সাইফুদ্দিন সাকিব ও সৈয়দা তাহমিনা আক্তারের সঞ্চালনায় বক্তব্য দেন মো. সাইফুল ইসলাম, ফাহমিদা খানম, মাওলানা নুরুল আমিন ও শান্তু বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
পরবর্তী নিবন্ধইউসেপে প্রশিক্ষণ প্রাপ্তদের সনদপত্র বিতরণ