রিজভীর দায়িত্বে প্রিন্স

| মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২০ at ৫:৫৪ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করে যেভাবে রুহুল কবির রিজভী বিভিন্ন বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করে আসছিলেন এখন সেই ভূমিকায় দেখা যাবে সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী অসুস্থ হওয়ায় সাংগঠনিক সম্পাদক প্রিন্সকে কেন্দ্রীয় দপ্তরের অতিরিক্ত দায়িত্ব সাময়িকভাবে পালন করতে বলা হয়েছে। গতকাল সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশ দেওয়া হয়। খবর বিডিনিউজের।
হার্ট অ্যাটাকের পর রিজভী এখন ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন। চিঠিতে বলা হয়, তিনি (রিজভী) সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে (সৈয়দ এমরান সালেহ প্রিন্স) দলের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাময়িকভাবে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্ব পালন করতে অনুরোধ করা যাচ্ছে। প্রিন্স সোমবার দলীয় কার্যালয়ে অফিসও করেছেন।
তিনি বলেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাথে সাক্ষাত করে এই বিষয় তাকে জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে আমি নয়া পল্টনে অফিস করা শুরু করেছি। প্রিন্স বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি দলের কেন্দ্রীয় সহ-দপ্তর ও সহ প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপূর্ব অনুমোদন ছাড়া চসিকের পক্ষে কথা বলা যাবে না
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে না