রিকশা চালকদের মাঝে নাসির উদ্দিন ফাউন্ডেশনের রেইনকোট বিতরণ

| মঙ্গলবার , ২৬ জুলাই, ২০২২ at ৫:০৯ পূর্বাহ্ণ

নাগরিক সমাজ চট্টগ্রামের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাসির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বর্ষায় মেহনতি রিকশা চালকদের মাঝে রেইনকোট বিতরণ অনুষ্ঠান গত ২৪ জুলাই অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসাইন চৌধুরী বাবুল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাসির উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ নাফিজ উদ্দিন, মহানগর মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদিকা হাসিনা আক্তার টুনু, আবৃতি শিল্পী দিলরুবা খানম ছুটি, বনমালীদা, রোকনউদ্দিন, নারায়ণদা, জাইদিদ মাহমুদ, এডভোকেট মাহবুবা শিপু, শিল্পী অসীম দাস, সুনীল চন্দ্র দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া ও সাতকানিয়ায় জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ৬ ব্যবসায়ীকে জরিমানা
পরবর্তী নিবন্ধনালায় হোটেলের বর্জ্য ও ফুটপাত দখল করে ব্যবসা