নালায় হোটেলের বর্জ্য ও ফুটপাত দখল করে ব্যবসা

নগরীতে রেস্টুরেন্ট ও ১০ ব্যবসায়ীকে জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ জুলাই, ২০২২ at ৫:১০ পূর্বাহ্ণ

নালায় হোটেলের বর্জ্য ফেলায় এবং ফুটপাত দখল করে ব্যবসা করায় নগরে একটি রেস্টুরেন্ট ও ১০ ব্যবসায়ীকে সাড়ে ৫১ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর দৈনিক আজাদীকে জানান, অভিযানে পাহাড়তলী থানার সিডিএ মার্কেটে মোড়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত এবং নালায় হোটেলের বর্জ্য ফেলার অপরাধে আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সিডিএ মার্কেটের মোড় ও সাগরিকা রোডের ফুটপাত দখল করে লোহার প্লেট, পুরাতন ইঞ্জিন, পুরাতন ক্যাবল ও বিভিন্ন মালামাল রেখে ব্যবসা করায় পথচারীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১০ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করে সাড়ে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরিকশা চালকদের মাঝে নাসির উদ্দিন ফাউন্ডেশনের রেইনকোট বিতরণ
পরবর্তী নিবন্ধকণ্ঠচিত্রণের ছড়া আড্ডা