রিকশা গায়ে লাগায় দা নিয়ে হামলা চালকের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১৫ জানুয়ারি, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

বাঁশখালী শীলকুপের আদর্শ গ্রামে (ইকোপার্ক সড়কে) রিকশা গায়ে লাগাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এ সময় ৫/৬ জন আহত হয়। তার মধ্যে গুরুতর আহত ৩ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে গুরুতর আহত রিকশাচালক কোরবান আলী (৩০) মারা যান। তিনি পৌরসভার ৯নং ওয়ার্ড মনছুরিয়া রঙ্গিয়াঘোনা এলাকার মৃত হাাকম আলীর পুত্র। অপরদিকে হামলাকারী জমির উদ্দিনকে বাঁশখালী থানা পুলিশ গতকাল রাতে আটক করেছে। জমির পৌরসভার দক্ষিণ জলদী এলাকার মৃত জাকের আহমদের পুত্র বলে জানা যায় ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৬টার দিকে ইকোপার্ক সড়কে কোরবান আলীর রিকশা জমির উদ্দিনের গায়ে লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে জমির নিজের কাছে থাকা দেশীয় দা নিয়ে হামলা করে। এ সময় আরো কয়েকজন আহত হয়। তাদের বাঁশখালী হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ৩জনকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।

তারা হলেন কোরবান আলী (৩০), আবু ছৈয়দ (৫০) ও মীর হোসেন (২৫)। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কোরবান আলী মারা যান। এ খবর এলাকায় পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে জমির উদ্দিনকে আটক করে নিয়ে আসে ।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনার মুল আসামি জমির উদ্দিনকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিলবোর্ড লাগানোকে কেন্দ্র করে রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর
পরবর্তী নিবন্ধমেলার জন্য নির্ধারিত জায়গা খুঁজে দেন, আমি বরাদ্দ দিয়ে যেতে চাই