হ্যালো রিহ্যাব সেন্টার প্রাঙ্গণে রিকভারি প্রিমিয়ার লিগের উদ্বোধন করা হয়েছে গতকাল। এ প্রিমিয়ার লিগের উদ্বোধন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা। বিশেষ অতিথি ছিলেন আর্ক রিহ্যাব সেন্টার সিইও পারভেজ আহমেদ। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় অংকুর রিহ্যাব সেন্টার এবং সেবার আলোর পথ সেন্টার। খেলায় অংকুর জয়লাভ করে।