রায় হতে পারে এ মাসে

সিনহা হত্যা মামলা

| বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ৫:৫৭ পূর্বাহ্ণ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় এ মাসের শেষ দিকে রায় আসতে পারে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের যুক্তি-তর্ক উপস্থাপনের পর এই সম্ভাবনার কথা জানান কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম। খবর বিডিনিউজের।
২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত হন সিনহা। এ ঘটনায় আদালতে র‌্যাবের দেওয়া অভিযোগপত্র অনুযায়ী টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ ও পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ ১৫ জনের বিচার চলছে ওই আদালতে। পিপি ফরিদুল আলম সাংবাদিকদের বলেন, ‘বুধবার মামলার যুক্তি-তর্ক উপস্থাপন শেষ হবে আশা করছি। আর চলতি মাসের শেষের দিকে মামলার রায় ঘোষণার আশা করা হচ্ছে।’ গত তিন দিন ধরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে যুক্তি-তর্ক উপস্থাপনের তৃতীয় দিনে প্রধান আসামি লিয়াকত আলীর আইনজীবীর পর ওসি প্রদীপের আইনজীবী আসামির পক্ষে বক্তব্য উপস্থাপন শুরু করলেও তা অসমাপ্ত রয়েছে। মামলার বাদী-আসামি উভয়পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য ৯ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বিচারিক কার্যক্রমের দিন ধার্য রয়েছে। পিপি ফরিদুল আলম, ‘আদালতের কার্যদিবসের নির্ধারিত সময়ের মধ্যেও ওসি প্রদীপের আইনজীবীর যুক্তি-তর্ক উপস্থাপন শেষ করা সম্ভব হয়নি। তিনি (রানা দাশগুপ্ত) অপরাপর যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য আদালতের কাছে আরও সময় প্রার্থনা করেছেন। বুধবার তিনি অসমাপ্ত বক্তব্য উপস্থাপন করবেন। ওসি প্রদীপের পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তি খণ্ডন করে বক্তব্য দেবেন। আশা করছি, বুধবার বিচারিক কার্যক্রমের শেষ দিনে প্রশ্নোত্তর পর্বের ইতি টানা সম্ভব হবে এবং চলতি মাসের শেষের দিকে মামলার রায় ঘোষণা করা সম্ভব হবে।’

পূর্ববর্তী নিবন্ধহত্যা মামলায় সাক্ষী দেওয়ায় গৃহবধূ লায়লাকে হত্যা
পরবর্তী নিবন্ধস্থানীয় সরকার নির্বাচন প্রচারণায় এমপিদের অংশ না নেয়ার বিধান বৈষম্যমূলক : তথ্যমন্ত্রী