রাস্তা-ফুটপাতে মালামাল রেখে ব্যবসা, ১১ ব্যক্তিকে জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৬ ডিসেম্বর, ২০২২ at ৬:১৮ পূর্বাহ্ণ

রাস্তা ও ফুটপাতে নির্মাণ সামগ্রী ও মালামাল রেখে ব্যবসা করায় পৃথক দুটি অভিযানে নগরে ১১ ব্যক্তিকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

আরাকান রোড ও বায়েজিদ রোডে গতকাল পরিচালিত অভিযান দুটিতে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

সংশ্লিষ্টরা জানান, বহদ্দারহাটে চলাচলের রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বায়েজিদ রোডের উভয়পাশের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ১০ ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধতৈরি হচ্ছে বৃহত্তম রেডিও টেলিস্কোপ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম চিড়িয়াখানায় ক্যাঙ্গারুর মৃত্যু