লোহাগাড়ার আধুনগরে মোটরসাইকেলের ধাক্কায় সিদরাতুল মুনতাহা মুক্তা (১১) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। আজ রবিবার (৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিদরাতুল মুনতাহা মুক্তা ওই এলাকার মো. সোহেলের কন্যা ও আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কন্যাশিশুটি গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছিল। মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলে প্রাণ হারায়। দুর্ঘটনার পর পরই মোটরসাইকেল চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাই তাকে আটক করা সম্ভব হয়নি। একইদিন রাত ১০টায় নামাজে জানাজা শেষে মাদ্রাসা ছাত্রীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা ছাত্রী নিহতের ঘটনার ব্যাপারে কেউ তাদেরকে অবগত করেননি বলে জানিয়েছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব।