রাস্তায় রোগী সেজে সিএনজি চুরি

বায়েজিদে চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৪৮ অপরাহ্ণ

নগরীর বায়েজিদ থানাধীন আনন্দবাজার এলাকায় অভিযান চালিয়ে সিএনজি চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- হাটহাজারী থানার মির্জাপুরের ৬ নম্বর ওয়ার্ডের মৃত অলি আহম্মদের ছেলে সাহাবুদ্দিন (২৪) ও একই এলাকার দেওয়ান পাড়ার মো. আব্দুল শুক্কুরের ছেলে মো. আলাউদ্দিন (২৯)।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, নগরীর বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে রোগী সেজে সিএনজি অটোরিক্সাকে টার্গেট করে কৌশলে চুরি করে পালিয়ে যায়। প্রথমে চক্রের সদস্যদের মধ্যে একজন হঠাৎ অসুস্থ হওয়ার ভান রাস্তায় পড়ে যায়। এরপর বাকিরা তাকে দ্রুত হাসপাতলে নিতে হবে বলে টার্গেট করা অটোরিক্সায় ওঠেন।

পরবর্তীতে নির্জন কোনো জায়গায় গেলে চালককে মারধর করে তাকে নামিয়ে দিয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যায় তারা। পরে সেই গাড়ি বিক্রি করে দেয়। এ রকম একটি গাড়ি বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল দুই ছিনতাইকারী। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধখুলশিতে বাস্কেট সুপারশপকে জরিমানা
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ২