রাস্তায় নেচে ভিডিও পোস্ট ইরানি যুগলের ১০ বছরের কারাদণ্ড

| বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৫৯ পূর্বাহ্ণ

রাস্তায় নেচে তার ভিডিও অনলাইনে পোস্ট করা এক যুগলকে সবমিলিয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। দুজনের বয়সই ২০ এর ঘরে। দুর্নীতি, পতিতাবৃত্তি ও অপপ্রচার উসকে দেওয়ার দায়ে তাদেরকে সাজা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অনলাইনে পোস্ট করা ভিডিওতে দুই তরুণতরুণীকে তেহরানের আজাদি টাওয়ারের সামনে নাচতে দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর গড়ে ওঠা ব্যাপক বিক্ষোভে সংশ্লিষ্টদের কড়া সাজা দিয়ে শাসাতে চাইছে ইরানের কর্তৃপক্ষ। খবর বিডিনিউজের।

নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই নাচের ভিডিও প্রকাশের পরপরই কর্তৃপক্ষ ওই যুগলকে গ্রেপ্তার করে বলে বিবিসিকে জানিয়েছে একটি সূত্র। ওই দুই তরুণতরুণীর অ্যাকাউন্টের মিলিত অনুসারীর সংখ্যা প্রায় ২০ লাখের কাছাকাছি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্যে ধর্মঘটে শিক্ষক ও সরকারি চাকরিজীবীরা
পরবর্তী নিবন্ধপাকিস্তানের ঋণ নিয়ে সংশয়ে আইএমএফ