রাসেল

আবু মুসা চৌধুরী | বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৭:০৯ পূর্বাহ্ণ

রাসেলের লাশ।
চেতনার চাষ।
দগ্ধ মাটির
বাংলা ‘মা’-টির
শক্তি ও শোক।
রক্ত অশোক।
রাসেলের চোখ
সমূহ আলোক।
রাসেলের বুক
বাংলার মুখ।

রাসেল। রাসেল
যন্ত্রণা- শেল
বুকে বিঁধে থাকে
তবু, ঝাঁকে, ঝাঁকে।

রাসেলের প্রাণ
পতাকার ঘ্রাণ।
রাসেল আসবে।
রাসেল হাসবে।
রাসেল থাকবে।
রাসেল ডাকবে।
যুগ যুগ ধরে
শুধু সুন্দরে-

পূর্ববর্তী নিবন্ধরাসেল আমার ভাই
পরবর্তী নিবন্ধমুক্তার জয় বাংলা